চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সারাদেশ

নাজমুল হুদা, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং) এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪, চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্জ নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আলহাজ্জ আ. ন. ম. আমিনুল ইসলাম মিন্টু (সিনিয়র সহ-সভাপতি, চরফ্যাশন উপজেলা বিএনপি), জনাব মোঃ আশরাফুল রহমান (সাবেক সভাপতি, চরফ্যাশন উপজেলা যুবদল), জনাব মীর মোঃ শাহাদাৎ হোসেন সাঈদ (সাধারণ সম্পাদক, চরফ্যাশন উপজেলা বিএনপি)। এছাড়াও অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত ছিলেন আয়োজক জিয়া পরিষদ, চরফ্যাশন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি নাজিম উদ্দিন আলম তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের আশার আলো। তোমাদের মেধা, সততা ও যোগ্যতা দিয়ে শুধু চরফ্যাশন নয়, পুরো দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষা ও যোগ্যতার আলো দিয়ে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম, নৈতিকতা, দেশপ্রেম এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সংবর্ধনা ও বৃত্তি গ্রহণ করতে এসে শিক্ষার্থীরা জানান, এই স্বীকৃতি তাদের নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ জোগাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *