ভোরের দূত ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বন্দরের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, পূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বন্দরে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, “২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর শুক্রবার বন্দরেই সাপ্তাহিক ছুটি রয়েছে। এই দুই ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে বন্দরে টানা ৯ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৫ অক্টোবর রবিবার থেকে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।”
তিনি আরও জানান, ভারতীয় ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী সিএনএফ অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ী ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সঙ্গে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বন্দরের গ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চলবে এবং তাদের জন্য কোনো রকম বিরতি নেই।