গাইবান্ধায় স্কিল অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারাদেশ

গাইবান্ধা প্রতিনিধি: কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে সারাদেশের ন্যায় গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিল অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানের উদ্যোগে এবং অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় ৮ টি স্টলের ১৬ টি গ্রুপের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা ও বৈজ্ঞানিক কৌশল কাজে লাগিয়ে বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রজেক্ট প্রদর্শন করেন। রোবটিক্স, তথ্যপ্রযুক্তি, কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তিসহ নানা বিষয়ে তৈরি এসব প্রজেক্ট দর্শনার্থীদের মনোযোগ কাড়ে।

অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মাহমুদুল হক কাজল , গণিত বিভাগের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের ইন্সট্রাক্টর শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে তাদের উদ্ভাবনী কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে সেরা প্রজেক্ট নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে জাগ্রত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *