আবার ঢাকায় আসছেন আলী আজমত

বিনোদন

ভোরের দূত ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’র অন্যতম সদস্য আলী আজমত। গতকাল শুক্রবার রাতে ফেসবুক পেজে দর্শকভরা কনসার্টের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি, তোমাদের সবার সাথে দেখা হবে।’

প্রথমবারের মতো ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন পাকিস্তানের এই গায়ক। কনসার্টের নাম রাখা হয়েছে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। তবে আয়োজক, স্থান ও তারিখ- এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে, বাংলাদেশে এর আগে দুইবার সংগীত পরিবেশন করেছেন আলী আজমত। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চ মাতিয়েছিলেন তিনি।

আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল জুনুন’র অন্যতম সদস্য। ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরিচিত হন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। পরবর্তীতে ২০০৬ সালে তিনি ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ড গড়ে তোলেন এবং এককভাবেও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *