প্রেমের প্রস্তাবে গুলশান থানার নম্বর দিলেন পিয়া জান্নাতুল

বিনোদন

ভোরের দূত ডেস্ক: তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা কখনও কখনও সীমা ছাড়িয়ে যায়। অনেক সময় এসব ‘ভক্তি’ তারকাদের বিড়ম্বনার মুখেও ফেলে। এমনই এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ক্রিনশট পোস্ট করেন পিয়া। সেখানে দেখা যায়, এক ব্যক্তি তাকে ইনবক্সে একের পর এক প্রেম নিবেদন করছেন। শুধু প্রেমই নয়, তিনি নিজের অনুভূতির গভীরতা জানিয়ে পিয়ার ব্যক্তিগত ফোন নম্বরও চেয়েছেন।

মেসেজগুলোতে ওই ব্যক্তি নিজেকে অভিনেত্রীর ‘অন্ধভক্ত প্রেমিক বন্ধু’ হিসেবে পরিচয় দেন। লেখেন, “আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি সীমাহীনভাবে দুর্বল। চিরদিনের জন্য আপনাকে আমার একান্ত আপনজন ভাবছি। আপনি-আমি ছাড়া আমাদের এই ঘনিষ্ঠ সম্পর্ক কেউ জানবে না, আল্লাহর কসম।”

সবশেষে তিনি অনুরোধ করেন, “দয়া করে, আপনার ফোন নাম্বার বা WhatsApp নাম্বার দিন— প্লিজ।” এই অনুরোধে পিয়া জান্নাতুল সরাসরি না করে দেননি। বরং নিজের কৌতুকপূর্ণ বুদ্ধিমত্তা দিয়ে একটি ফোন নম্বর পাঠিয়ে দেন— যা ছিল রাজধানীর গুলশান থানার।

পিয়ার এমন প্রতিক্রিয়ায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, “সোজা শ্বশুরবাড়ির ঠিকানা।” আরেকজন লিখেছেন, “সে বলল, কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!” কেউ মজা করে বলেছেন, “কি অবস্থা! পাগলটা এখন কী করবে?”

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। পিয়া জান্নাতুলের কৌশলী জবাব এবং সামলানোর ধরন অনেকের প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *