সাফ অনূর্ধ্ব-১৭: আজ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটে আশানুরূপ ফল না এলেও, সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোররা। পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

আজ সেই স্বপ্নপূরণের দিন। কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০১৯ সাল থেকে সাফের বয়সভিত্তিক চারটি আসরেই ট্রফি হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স এবং সেমিফাইনালে দুর্দান্ত জয়ের পর এবার শিরোপার হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আছে নাজমুল হুদারা।

কোচ গোলাম রব্বানী দলকে নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ছেলেরা উজ্জীবিত এবং ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষ শক্তিশালী হলেও যদি খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলে এবং মাঠে ঐক্যবদ্ধ থাকে, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি দেশবাসীর কাছে সমর্থন চেয়েছেন, যা তাদের অনুপ্রেরণা হবে।

অধিনায়ক নাজমুল হুদাও শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, গ্রুপ পর্ব ও সেমিফাইনালে ভালো খেলেছেন এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই তাঁরা মাঠে নামবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *