পিআর পদ্ধতি চালু হলে দেশে সকাল-বিকেল এমপি বেচাকেনা হবে: রাশেদ খান

জাতীয়

ভোরের দূত ডেস্ক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে ‘সকাল-বিকেল এমপি বেচাকেনা হবে’ এবং সরকারের স্থিতিশীলতা বজায় থাকবে না। তিনি স্থিতিশীলতার জন্য বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করার পক্ষে মত দেন।

আজ শনিবার রাজধানীর রমনায় ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, নিম্নকক্ষে (জাতীয় সংসদ) পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়। তবে তিনি উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন।

তাঁর মতে, পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে এবং দেশে জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে। এছাড়া, এই পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য কী হবে, তা স্পষ্ট নয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক চলমান রাজনৈতিক আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, যখন আলোচনা চলছে, তখন মাঠের আন্দোলনের উদ্দেশ্য কী? যারা আগে আন্দোলন করেনি, তারা এখন আন্দোলন করছে। এর অর্থ তারা আরেকটি সংকট তৈরি করতে চাইছে, যার ফলে আরেকটি ১/১১ হলে তারা দায় এড়াতে পারবেন না।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরের বহর নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, সাম্যের কথা বলে সরকার বৈষম্য ঘটিয়েছে। মাত্র তিনটি দলকে নিয়ে ১০৪ জনের এত বড় বহর নিয়ে গেলে, পরিবর্তন এল কোথায়?

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *