ভোরের দূত ডেস্ক: বগুড়া জেলার সোনাতলা থানাধীন বোচারপুকুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে টিম ‘ক’ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত ভ্যানের উপর ঘাস বোঝাই করে তার ভেতরে বিশেষ কৌশলে গাঁজা লুকিয়ে পাচার করা হচ্ছিল। অভিযানের সময় ভ্যানটিসহ ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন ভ্যান ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আনিসুর রহমান শেখ (৩৫), পিতা মৃত চান্দু দফাদার, মাতা মোছা: আয়তন বেগম, সাং-কলাকাটা হামছাপুর, শালমারা ইউপি, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা এবং মোঃ ময়নুল হক (৩৩), পিতা মোঃ মোজাহার আলী, মাতা মোছা: মনোয়ারা বেগম, সাং-শালমারা মিরাপাড়া, শালমারা ইউপি, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সোনাতলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” — ডিএনসি বগুড়া