ফের দুর্নীতি প্রমাণিত, শাল্লার দুর্নীতিবাজ সেই পিআইও নুরুন্নবী সরকার প্রত্যাহার, অধিদফতরে সংযুক্ত

অপরাধ

ভোরের দূত ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে দুর্নীতির অভিযোগে তদন্তে প্রমাণিত হওয়ায় ২৫ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রত্যাহার করে অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। স্থানীয়দের অনুরোধে এসব অভিযোগ তদন্তের জন্য গত ১২ আগস্ট দুর্যোগ ত্রাণ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

পরে অভিযোগ তদন্তে নামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ৩ সেপ্টেম্বর সরেজমিন তদন্তে যান অধিদপ্তরের আইন সেলের উপপরিচালক মো. আশরাফুল হক। তিনি ১০ সেপ্টেম্বর দাখিল করা প্রতিবেদনে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে প্রমাণিত বলে উল্লেখ করেন।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর নুরুন্নবী সরকারকে প্রত্যাহার করে অধিদফতরে সংযুক্ত করার আদেশ জারি করে কর্তৃপক্ষ।

এর আগে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মরত থাকাকালে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠে। এ সময়ে তার বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে তার দুর্নীতিকাণ্ড নিয়ে যমুনা টেলিভিশনে একাধিক প্রতিবেদন প্রচারিত হলে অধিদপ্তর তদন্তে সত্যতা পায় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *