প্রতিরক্ষাসচিবের ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

জাতীয়

ভোরের দূত ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এই প্রতারণা এড়াতে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়:

কিছু অসাধু ব্যক্তি মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (যেমন: ০১৮৮১৭৪৭৩৪৩) বা হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণ মানুষ যেন এ ধরনের প্রতারণার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *