ফেসবুকের পাসওয়ার্ড চাওয়াকে কেন্দ্র করে নতুন দম্পতির ডিভোর্স

সারাদেশ

নিউজ ডেস্ক, ঢাকা: মাত্র ২৩ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ এক দম্পতি আজ ডিভোর্সের শিকার হয়েছেন। বিষয়টি উন্মোচিত হয় যখন স্বামী তার স্ত্রীর ফোন ও ফেসবুকের পাসওয়ার্ড চায়। স্ত্রী প্রথমে তা দিতে অস্বীকার করেন।

কিছুদিনের মধ্যে, স্বামী কৌশলে পাসওয়ার্ড সংগ্রহ করেন এবং এর মাধ্যমে স্ত্রী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেন। বিষয়টি ঘিরে পারস্পরিক দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। এই চরম পরিস্থিতিতে বহুবার বোঝানোর চেষ্টা সত্ত্বেও, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন শেষ পর্যন্ত ডিভোর্সে পৌঁছায়।

এ ঘটনায় দম্পতি দুজনের কাছেই বিশ্বাস ও গোপনীয়তার অভাব স্পষ্টভাবে দেখা গেছে। এঘটনায় সমাজে প্রাপ্তবয়স্কদের জন্যও একটি বার্তা স্পষ্ট—সংসারিক সম্পর্কের স্থায়ীত্বের জন্য একে অপরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া ও বিশ্বাস অপরিহার্য।

এডভোকেট মিঠুন সাহা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, এই ঘটনা সম্পর্কে বলেন, “যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য নিয়ে লুকোচুরি করলে তা বিশ্বাসের অভাবের নিদর্শন।”

সংবাদটি শেষ হয় পারস্পরিক শুভকামনার বার্তার মাধ্যমে—“সবার জন্য দোয়া রইল, থাকুক সংসারে শান্তি ও একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *