ভোরের দূত ডেস্ক: মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস। যেকোনো ধরনের রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ না করার জন্য প্রবাসীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এক বার্তায় দূতাবাস জানায়, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার অন্যথা করলে গ্রেপ্তার, জরিমানা বা দেশান্তর (ডিপোর্টেশন)-এর মতো কঠোর শাস্তি হতে পারে।
দূতাবাস প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন এসব রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থাকেন এবং এসব স্থানের কাছাকাছিও না যান। তাদের কাজের ওপর মনোযোগ দিয়ে স্থানীয় আইন-কানুন মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। দূতাবাস আরও বলেছে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও নিয়ম পালন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।