ভোরের দূত ডেস্ক: শহীদ আবরার ফাহাদ স্মরণে ডাকসুর “ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে গতকাল ৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক সেমিনার এবং “স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ” শীর্ষক চিত্র প্রদর্শনী।
সেমিনারে সভাপতিত্ব করেন ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার এবং সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শহিদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদ আবরার ফাহাদের ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, জবানের সম্পাদক ও তরুণ বুদ্ধিজীবী রেজাউল করিম রনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং তৎকালীন বুয়েট ক্যাম্পাসে আবরার ফাহাদ স্টাইলে নির্যাতনের শিকার ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আপ বাংলাদেশের মূখ্য সমন্বয়ক এবং তৎকালীন বুয়েট অভ্যন্তরে আবরার ফাহাদ স্টাইলে নির্যাতনের শিকার রাফে সালমান রিফাত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আধিপত্যবাদ বিরোধী এক্টিভিস্ট শরীফ ওসমান হাদী।
সেমিনারে বক্তারা বলেন, শহিদ আবরার ফাহাদ বাংলাদেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও স্বাধীন চিন্তার প্রতীক। তাঁর শাহাদাতের মধ্য দিয়ে গোটা জাতি শিখেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও সাহস। বক্তারা জাতীয়ভাবে ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালন করার আহবান জানান।
সেমিনার শেষে “স্মরণে মননে শহিদ আবরার ফাহাদ” শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।