ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে বাংলাদেশ ফাইনালের পথে এগিয়ে যাবে, আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় এসেছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান, পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। অন্যদিকে, পাকিস্তান খেলছে তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে।
সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী, সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাদের ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে। ২০২৪ সাল থেকে সব ফরম্যাট মিলিয়ে এই দুই দলের ৮টি ম্যাচের মধ্যে জয়ের পাল্লা সমান—৪টি করে জয় পেয়েছে উভয় দলই।
তবে সামগ্রিক পরিসংখ্যানে পাকিস্তান অনেক এগিয়ে। এখন পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার। এশিয়া কাপে ১৫টি দেখায় টাইগারদের জয় মাত্র ২টি।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।