বরিশাল প্রতিনিধি: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সাধারণ নাগরিকের জীবনে সংবিধানকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে বিচার প্রক্রিয়াকে সহজলভ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। তিনি বলেন, “আদালতের কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং এটি সময়ের দাবি ও একটি অপরিহার্যতা।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে অনুষ্ঠিত ‘জুডিশিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আরও বলেন, “আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তিকে একীভূত করার মাধ্যমে বিচার প্রক্রিয়ায় বিলম্ব কমিয়ে স্বচ্ছতা বৃদ্ধি এবং মামলাকারীদের আরও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করছে।”
সেমিনারের আগে সকালেই বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি। এ সময় তাঁর সঙ্গে ইউএনডিপি’র সাত সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দলের নেতৃবৃন্দ জানান, দেশের গরিব ও অসহায় জনগণের বিচারপ্রাপ্তি আরও সহজ করতে তারা একাধিক কার্যক্রম হাতে নিয়েছেন।
বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানান, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই ধরনের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং বরিশাল ছিল সর্বশেষ আয়োজনস্থল। সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল, বিভাগের জেলা ও দায়রা জজ, বিচারক এবং আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।