সন্দ্বীপে অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ২টি করাতকলে জরিমানা আদায়

আইন ও আদালত

সন্দ্বীপ (চট্টগ্রাম), প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এর নেতৃত্বে আজ সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার ও পেলিশ্যার বাজার এলাকায় অবস্থিত অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
করাতকল বিধিমালা ২০১২-এর ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট দুইটি করাতকলের মালিককে প্রতিটি ৫,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এই অভিযানে অংশ নেন মোবাইল কোর্টের পেশকার মো: আবুল হোসেন, উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন ও তাঁর সদস্যবৃন্দ এবং একটি চৌকস আনসার টিম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বনজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি, যেকোনো আইন ও বিধি-বিধান লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সতর্কবার্তা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, অনুমোদনহীন ও পরিবেশবিধি লঙ্ঘনকারী করাতকল মালিকদের আইনের আওতায় আনা হবে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *