মাসুম পারভেজ: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৬৬৩ টাকা।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম তালিকা (প্রতি ভরি):
২২ ক্যারেট : ১,৯৪,৮৫৯ টাকা
২১ ক্যারেট : ১,৮৬,০০৬ টাকা
১৮ ক্যারেট : ১,৫৯,৪২৪ টাকা
সনাতন : ১,৩২,৩৫১ টাকা
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। গহনার ধরন ও নকশা অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।
রুপার দামেও রেকর্ড
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার নতুন দাম ৩ হাজার ৬২৮ টাকা, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
২১ ক্যারেট : ৩,৪৫৩ টাকা
১৮ ক্যারেট : ২,৯৬৩ টাকা
সনাতন : ২,২২৮ টাকা
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) এক দফায় ভরিপ্রতি ১,৮৮৯ টাকা বাড়ানো হয়েছিল। ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছিল ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। কিন্তু মঙ্গলবার আবারও মূল্য বৃদ্ধির কারণে এবার তা ১ লাখ ৯৪ হাজার টাকার ঘর ছাড়িয়ে গেছে।