ভোরের দূত ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ বিতর্ক সংগঠন ‘ডিবেট বাংলাদেশ’ এর (২০২৫-২৬) সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আরমান খান ছামির। উল্লেখ্য, তিনি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির(২০২৫-২৬) সেশনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ আল কোরাইশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেনী ডিবেট ফোরামের সাবেক সভাপতি ও ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ান নোমান।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি নাহিদ হাসান রাসেল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিয়াম (নর্থ সাউথ ইউনিভার্সিটি), সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ (বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি), দপ্তর সম্পাদক রনি ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ বুখারি (বিএল কলেজ, খুলনা), অর্থ সম্পাদক মতিউর রহমান স্বাধীন (সরকারি তিতুমীর কলেজ, ঢাকা), শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমাদ চৌধুরী (ইউনিভার্সিটি অব স্কলার্স, ঢাকা), ইংরেজি বিতর্ক সম্পাদক ফাহমিদ জামিল (ঢাকা মেডিকেল কলেজ) এবং বাংলা বিতর্ক সম্পাদক মাজহারুল ইসলাম রাকিব (নোয়াখালী সরকারি কলেজ)।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন—রবিউল আওয়াল (হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা), হাসানুজ্জামান হাসান (বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি), মুরসালিন হোসাইন (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), হুজাইফা চৌধুরী (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সামিউল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), শাহ নেওয়াজ (কমার্স কলেজ, চট্টগ্রাম) এবং আহসান হাবীব (ঢাকা কলেজ)।
উল্লেখ্য, ডিবেট বাংলাদেশ ২০০৬ সালে প্রতিষ্ঠালাভের পর থেকে সারাদেশে বিতর্ক চর্চা, প্রশিক্ষণ ও তরুণদের যুক্তি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
