মাদারীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস

মাদারীপুর প্রতিনিধি:  নব যুগে নব সাজে এসো নবীন, দূর করে গ্লানি, আলোক ছিনিয়ে আনি’—এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর সরকারি কলেজে আয়োজিত হয়েছে ‘নবীনবরণ-২০২৫’। আজ সকাল ১০টায় কলেজ মাঠে একাদশ  শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান। সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. লিটন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শরীফ মোহাম্মদ হুব্বুল কবির,সরকারি কলেজের বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ গৌর কুমার চৌধুরী, বিভাগীয় প্রধান দর্শন বিভাগের  শিক্ষক কামাল হোসেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান বলেন,জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যে দেশ পেয়েছি, আমাদের এই দেশপ্রেম ধরে রাখতে হবে, মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার বিকল্প নেই
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে গড়ে তুলতে হবে নিজেদের ভবিষ্যৎ। এই কলেজে তোমাদের যাত্রা হোক আলোকময়।”

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে নবীনদের শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *