ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪১ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ওপেনার সাইফ হাসান একাই লড়ে গেছেন। তবে তার ৫১ বলে ৬৯ রানের লড়াকু ইনিংসটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি।
ভারতের ব্যাটিং
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের হয়ে ওপেনার অভিষেক শর্মা মাত্র ৩৭ বলে ৭৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত একসময় ২০০ রানের দিকে এগোচ্ছিল। তবে রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে ছন্দ হারায় ভারত। রিশাদের বলে শুভমান গিল (২৯) এবং শিবম দুবে আউট হন। এরপর রিশাদের দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউটে কাটা পড়েন অভিষেক শর্মা। ইনিংসের শেষদিকে হার্দিক পান্ডিয়া ২৮ বলে ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললে ভারত ৬ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন সর্বোচ্চ ২ উইকেট নেন, এবং তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন প্রত্যেকে একটি করে উইকেট পান।
বাংলাদেশের ব্যাটিং
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই তানজিদ হাসান তামিম আউট হন। পারভেজ হোসাইন ইমন কিছুটা প্রতিরোধ গড়লেও ব্যক্তিগত ২১ রানে ফিরে যান। এরপর ভারতীয় স্পিনারদের দাপটে তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেনসহ বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।
অন্য প্রান্তে একাই লড়াই করে যান সাইফ হাসান। ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে তিনি তুলে নেন একটি দারুণ অর্ধশতক। কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয় এবং ৪১ রানের ব্যবধানে হেরে যায়।
এই জয়ের মাধ্যমে ভারত ফাইনাল নিশ্চিত করল। অন্যদিকে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পরের ম্যাচটি এখন টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। শ্রীলঙ্কার ফাইনালের আশা শেষ হয়ে গেছে।