অষ্টগ্রামে আনসার ভিডিপি প্রশিক্ষকের অশোভন আচরণে সাংবাদিক লাঞ্ছিত

সারাদেশ

মশিউর রহমান নাদিম, কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জের অষ্টগ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মাহবুব আলম। তারা জানান, শারদীয় দুর্গাপূজার দায়িত্ব বণ্টন বিষয়ে তথ্য নিতে গেলে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. রমজান মিয়া ক্ষিপ্ত হয়ে অশোভন মন্তব্য করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন আমরা বাথরুমে থাকব নাকি বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন!

তার এ বক্তব্যকে কুরুচিপূর্ণ ও সরকারি দপ্তরকে ব্যক্তিগত আস্তানা বানানোর ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন সচেতন মহল।

স্থানীয় সূত্র জানায়, রমজান মিয়ার বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও অপকর্মের অভিযোগ ছিল। কটিয়াদি উপজেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার একটি ঘটনায় তার সংশ্লিষ্টতার কথাও তিনি স্বীকার করেছিলেন।

অভিযোগ প্রসঙ্গে জেলা আনসার ভিডিপি কমান্ডার বলেন, বিষয়টি তার জানা আছে। ব্যস্ততার কারণে এখনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে পূজার পর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তার প্রশিক্ষকের পক্ষ নিয়ে ঘটনাটি এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান জানান, সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন। তবে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

সাংবাদিকরা জানিয়েছেন, রমজান মিয়ার অশোভন মন্তব্য ও আচরণ তাদের ক্যামেরায় রেকর্ড রয়েছে। স্থানীয়দের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সাংবাদিক মহলে এ নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

সচেতন মহল বলছে, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মুখে এ ধরনের মন্তব্য শুধু অশোভনই নয়, বরং গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপত্তাহীনতার আশঙ্কা সৃষ্টি করে। তারা দ্রুত তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *