ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত

ক্যাম্পাস

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ মেলা বিকেল ৫টায় ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে শেষ হয়।

এতে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মাস্টার দা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হকসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “এমন আয়োজন যেন নিয়মিত হয় সে ব্যাপারে ডাকসু সচেষ্ট থাকবে। থিওরির পাশাপাশি প্র্যাক্টিক্যাল জ্ঞান অর্জনের জন্য আমরা রিসার্চ ফেয়ার, জব ফেয়ারসহ বিভিন্ন আয়োজন করব। পাশাপাশি একটি স্টার্টআপ সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইনোভেশন ও আইডিয়া শেয়ার করার সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা জ্ঞান উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং এর মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ইন্সটিটিউশনে রূপ দিতে চাই।”

সেলস ফেয়ার সফলভাবে আয়োজনের জন্য ডাকসু মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচকে ধন্যবাদ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *