তিন দিন পেছানো হলো চাকসু নির্বাচন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার সমাজবিজ্ঞান অনুষদে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ করেন প্রার্থীরা। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

গতকাল চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু নির্বাচনের ভোটগ্রহণ ১২ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এতে প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত সময় পাবে না। তাই তাদের আবেদন বিবেচনায় এনে নির্বাচন কমিশন ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। এ ছাড়া ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ক্লাস চলমান থাকলেও সব পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান ড. আরিফুল হক সিদ্দিকী।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী আজ বুধবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *