সরাসরি জায়ান্ট স্ক্রিনে এশিয়া কাপ ফাইনাল খেলা দেখাবে ডাকসু

ক্যাম্পাস খেলাধুলা

ভোরের দূত প্রতিবেদক: ক্রিকেট মানেই আবেগ, উচ্ছ্বাস আর একসাথে মেতে ওঠা। এবার সেই সুযোগ নিয়ে এলো ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মিলে উপভোগ করবেন এশিয়া কাপের জমজমাট ম্যাচগুলো।

আগামী ২৪ সেপ্টেম্বর রাত ৮:৩০ মিনিটে হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান,২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল
একই স্থানে প্রদর্শিত হবে।

জানা যায়, ছেলে ও মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন। তারা আশা করছেন চেয়ার, করতালি আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধু-বান্ধব মিলে মাঠে বসে ক্রিকেট দেখার এই মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয় ও আনন্দঘন।

এই আয়োজনে ক্রিকেটের উন্মাদনা, ভ্রাতৃত্ব আর একসাথে থাকার আনন্দে সবাই মিলে যোগ দেয়ার আহ্বান জানান ডাকসু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *