ভোরের দূত প্রতিবেদক: আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি এর প্রথম শাহাদাত বার্ষিকী।
অকুতোভয় এই তরুণ সেনা কর্মকর্তা গত বছরের এই দিনে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সাহসিকতার সঙ্গে অংশ নেন।
একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে শহীদ হন। এই আত্মত্যাগের জন্য তাঁকে মরণোত্তর সেনাবাহিনী পদকে (এসবিপি) ভূষিত করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।