আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় ও কবিতা আবৃত্তি আয়োজন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত হয়েছে মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ও মোঃ শাহিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মঈনুল করীম।

মূকাভিনয় পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশনের সাবেক সভাপতি আবু সাদাত মোঃ সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাহিদ রিয়াদ। কবিতা আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ‘আবৃত্তি বিশ্বজ্ঞানালয়’-এর উপাচার্য মৃন্ময় মিজান, আল আমিন, কবি বুরহান মাহমুদ, হেনা পারভীন, রিনা পারভীন, সালমান খাঁন প্রমুখ।

ভিপি সাদিক কায়েম তাঁর বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছর আমাদের উপর কলকাতার সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে দেশীয় সংস্কৃতি উপেক্ষিত হয়েছে। আমরা কালচারাল ফ্যাসিবাদের মূলোৎপাটন করে বাংলাদেশী সংস্কৃতির বিকাশে কাজ করবো, ইন শা আল্লাহ।” তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ক্যাম্পাস গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *