ভোরের দূত ডেস্ক: মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।
ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়ে বাসার দরজায় কড়া নাড়লে তাদের কারোরই সাড়া পাননি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন এবং খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায় শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে আছে।
নিহতের শিখা আক্তারের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান। তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন। নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।