‘নির্দিষ্ট সময়ে ভোট হবে’ – ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে নির্দিষ্ট সময়েই ভোট হবে এবং জনগণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের হিলি চারমাথা মোড় মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন অভিযোগ করেন, গত দেড় যুগ ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং আওয়ামী লীগ সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে ছিল। তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “জনগণই হবে এদেশের প্রকৃত ক্ষমতার মালিক।”

তিনি আরও বলেন, বিগত সরকার জোর করে ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। তবে জনগণের জাগরণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *