আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সরকারি কলেজে মুসলিম নারী শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষায় ধর্মীয় অনুশাসন অনুসারে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে কলেজের দাওয়াহ সার্কেল।
রবিবার (২১ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষ বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে শিক্ষার্থীরা দাবি করেন, নারী শিক্ষার্থীরা যেন ভাইভা পরীক্ষায় পর্দা রক্ষা করে অংশ নিতে পারেন এবং তাদের মৌখিক মূল্যায়নে নারী শিক্ষক নিশ্চিত করা হয়।
স্মারকলিপিতে উপস্থাপিত চার দফা দাবি হলো:
১. মুসলিম নারী শিক্ষার্থীদের ভাইভা নারী শিক্ষকের মাধ্যমে গ্রহণের ব্যবস্থা করা।
২. প্রয়োজনে আলাদা নারী ভাইভা বোর্ড গঠন।
৩. যেখানে নারী শিক্ষক সীমিত, সেখানে অন্তত মৌখিক মূল্যায়ন নারী শিক্ষকের মাধ্যমে সম্পন্ন করা।
৪. বিষয়টিকে স্থায়ী রূপ দিতে একটি সুস্পষ্ট নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা এবং ধর্মীয় অধিকার দুইয়ের মধ্যে কোনো সংঘাত থাকা উচিত নয়। প্রশাসনের আন্তরিকতা ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব, যেখানে নারী শিক্ষার্থীরা দ্বীনি মূল্যবোধ বজায় রেখেই উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে এবং এ বিষয়ে আলোচনা হতে পারে।