আইজিপি পুরস্কারে ভূষিত চকরিয়া থানা পুলিশ, মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতি-খুনের ঘটনার মূল হোতা গ্রেফতার

সারাদেশ

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া: চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি-খুনের ঘটনায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৩ ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে নিরলস তৎপরতায় সন্তুষ্ট হয়ে মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) চকরিয়া থানা পুলিশকে এক লাখ টাকা পুরস্কারে ভূষিত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুইটি মোটরসাইকেল চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালীর ঢালা নামক পাহাড়ি এলাকায় (সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে) পৌঁছলে অভিনব উপায়ে সড়কের দু’পাশে থেকে রশি টেনে মোটরসাইকেল আরোহীদের রাস্তায় ফেলে দেয়। এভাবে দুইটি মোটরসাইকেলের ৪ জন আরোহী রাস্তায় পড়ে গেলে ১০ থেকে ১২ জনের ডাকাতদল তাদের কুপিয়ে ও পিটিয়ে মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। পরে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা রাস্তায় কয়েকজন লোককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হক (২৫) নামক একজনকে মৃত ঘোষণা করেন। তিনি উখিয়া উপজেলার বালুখালী গ্রামের নবী হোসেনের ছেলে। ওই রাতেই চকরিয়ার এএসপি ও ওসির নেতৃত্বে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ পার্শ্ববর্তী লামা উপজেলার ইয়াংছা বাজার এলাকার আন্তঃজেলা ডাকাত হুমায়ুন কবির (২৫) নামের একজনকে আটক করলে সে ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা আদালতে দেয়া জবানবন্দিতে স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে, একই এলাকার আন্তঃজেলা ডাকাত সর্দার আবদুল হামিদ (২৬) ও আরিফ (৩০) নামের আরও একী ডাকাতকে গ্রেফতার করা হয়। গত রবিবার বিকেলে ডুলাহাজারার পাহাড়ি এলাকায় শেষোক্ত দুই ডাকাতকে ধরতে গেলে  পলায়নপর ডাকাতের পিছনে দৌঁড়াতে গিয়ে বৃষ্টিস্নাত জঙ্গলের পিচ্ছিল পথে পা পিছলে পড়ে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার আহত হন। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ২টি মোটরসাইকেল ও ৪টি মোবাইলসহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

আইজিপি কর্তৃক পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *