অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন কুইন্টন ডি কক

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: সব ধরনের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি কক। আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তাদের সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই জায়গা পেয়েছেন তিনি। পাকিস্তান সফরের আগে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি দলেও তাকে রাখা হয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। দক্ষিণ আফ্রিকার জার্সিতে তার শেষ সাদা বলের ম্যাচ ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসর নেননি, তবে এরপর জাতীয় দলের কোনো স্কোয়াডে তাকে দেখা যায়নি।

দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রধান কোচ শুকরি কনরাড নিশ্চিত করেছেন যে, তিনি ডি ককের সঙ্গে আলোচনা করেছেন এবং ডি কক আবারও জাতীয় দলের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। কনরাড বলেন, “কুইন্টনের সাদা বলের ক্রিকেটে ফেরা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। গত মাসে তার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলাম। তখনই স্পষ্ট হয়েছিল যে তিনি এখনো দেশের হয়ে খেলতে আগ্রহী। দলে তিনি কী ধরনের অবদান রাখেন, তা সবাই জানে। তাকে আবারও পাওয়া আমাদের জন্য শুধু সুফলই বয়ে আনবে।”

এখন পর্যন্ত ডি কক ১৫৫টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার রান ৬,৭৭০। গড় ৪৫.৭৪ এবং স্ট্রাইক রেট ৯৬.৬৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ৯২ ম্যাচে রান ২,৫৮৪ এবং স্ট্রাইক রেট ১৩৮.৩২। তিনি ২০১৫, ২০১৯ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। অবসর নেওয়ার পর তিনি একমাত্র যে বড় টুর্নামেন্টটি মিস করেছেন, তা হলো এই বছরের চ্যাম্পিয়নস ট্রফি, যেখানে সেমিফাইনালে তার দল হেরে বিদায় নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *