বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক

ভোরের দূত ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ভারতীয় নাগরিকদের বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্কের তীব্র টানাপোড়েনের মধ্যে এই ভাষণটি আসে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই মোদি সরকার ‘স্বদেশী’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে। মোদির দল বিজেপি’র কর্মী-সমর্থকরা এরই মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি এবং অ্যাপলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন।

মোদি তার ভাষণে বলেন, “আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি, যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে। এমন পণ্য কিনতে হবে, যা ভারতে তৈরি হয়েছে।” তবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *