মু. মেসবাহ্ উদ্দিন, মাদারীপুর: রাজৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুছ ছোবাহান খান
মাদারীপুরের রাজৈর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডের খান বাড়ি ইউনিটের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ডের খানবাড়ি মসজিদ মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুছ ছোবাহান খান। তিনি বলেন, “জনগণের বিশ্বাস ও সমর্থনই আমাদের মূল শক্তি। ইসলামপন্থী রাজনীতি প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি।”
এ সময় স্থানীয় নেতা-কর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় জামায়াতে ইসলামী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।