আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী তিনটি দেশ—যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া—আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সর্বপ্রথম এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসাথে ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতিও দিচ্ছে।’
এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া এবং সবশেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। স্টারমার বলেন, ‘শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।’
সাম্প্রতিক সময়ে ইসরায়েলের পুরনো মিত্ররাও তাদের অবস্থান পরিবর্তন করছে। ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের তীব্র হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হামলায় অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং খাদ্যসংকট দেখা দিয়েছে। ফলে পুরো অঞ্চল একটি ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে।
এই সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন। এছাড়াও, আজ ইউরোপের আরেক দেশ পর্তুগালেরও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে।