রাবি প্রতিনিধি: পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই শাটডাউনের আওতামুক্ত থাকবে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং জরুরি সেবা যেমন পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।
জানা গেছে, গত কয়েকদিন ধরে পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “প্রশাসনের এই সিদ্ধান্তে আমরা হতাশ। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই এই সুবিধা বিদ্যমান। এটি আমাদের না দেওয়ায় আমরা কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”