মাদারগঞ্জে ফসলি জমি রক্ষায় পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কৃষি ও প্রকৃতি

ইয়াসিন আরাফাত, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতা পাড়ায় ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। রবিবার (তারিখ) সকালে শতাধিক কৃষক-জনতা এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় তারতা পাড়ার বিপুল পরিমাণ আবাদি জমি স্থায়ীভাবে পানিতে তলিয়ে রয়েছে। এতে সেচের অভাবে ধান, সবজি ও অন্যান্য ফসলের আবাদ ব্যাহত হচ্ছে। কৃষকরা বছরের পর বছর লোকসানের মুখে পড়লেও সমস্যার সমাধান হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পানি নিষ্কাশনের জন্য সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও এলাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতি বছরই কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় কৃষক ও এলাকাবাসী ফসলি জমি রক্ষায় দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্থায়ী পানি নিষ্কাশন প্রকল্প গ্রহণের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *