রেলওয়ের বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে অপপ্রচারে ক্ষোভ, শিবচরে সংবাদ সম্মেলন

সারাদেশ

আরেফিন মোহাম্মদ সজীব, শিবচর(মাদারীপুর): মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে বাংলাদেশ রেলওয়ের বৈধ লিজগ্রহীতা মো. রাসেল মিয়া ও সেলিম রেজার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পাচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিজগ্রহীতা মো. রাসেল মিয়া। তিনি বলেন, “বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বৈধভাবে লিজ গ্রহণ করে আমরা দীর্ঘদিন ধরে পাচ্চর বাজারের ইজারা পরিচালনা করে আসছি। অথচ আমাদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

রাসেল মিয়া এ সময় সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই সত্য প্রকাশিত হোক এবং বাজার পরিচালনায় যাতে কোনো প্রকার অপপ্রচার বা ষড়যন্ত্র প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে দৃষ্টি দেওয়া হোক।”

সংবাদ সম্মেলনে ইজারাদার কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা একযোগে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *