ভোরের দূত

নওগাঁয় তরুণ সাংবাদিকদের জন্য এআই প্রশিক্ষণ কর্মশালা

পড়াশোনা

নওগাঁ প্রতিনিধি: ‎‎ডিজিটাল সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনে নওগাঁয় অনুষ্ঠিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় দয়ালের মোড়ে সোনার তরী আইটি একাডেমির উদ্যোগে আয়োজিত এ কর্মশালা চলে টানা দুই ঘণ্টা। স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

‎প্রশিক্ষণ পরিচালনা করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দেওয়ান সোহাগ। তিনি অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন সাংবাদিকতায় এআই ব্যবহারের বিভিন্ন দিক। বিশেষ করে কিভাবে এআই টুলস ব্যবহার করে দ্রুত তথ্য সংগ্রহ, ডেটা বিশ্লেষণ, স্বয়ংক্রিয় কনটেন্ট তৈরি এবং ভুয়া তথ্য যাচাই করা যায়—সেসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন তিনি।

‎এ কর্মশালায় অংশ নেন বার্তা২৪ এর স্টাফ করেসপন্ডেন্ট শহিদুল ইসলাম,দৈনিক জনকণ্ঠের নওগাঁ প্রতিনিধি রিজভী, দৈনিক ভোরের সময় প্রতিনিধি সাইফুল ওয়াদুদ, নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহাম্মেদ সহ স্থানীয় আরও বেশ কয়েকজন সাংবাদিক।

‎ সাংবাদিকরা জানান “সাংবাদিকতার ক্ষেত্রটি দ্রুত বদলাচ্ছে। এআই প্রযুক্তি আমাদের সংবাদ তৈরির গতি বাড়াবে এবং ভুল কমাবে। এমন প্রশিক্ষণ আমাদের বাস্তব কাজে অনেক সহায়ক হবে।”

‎সোনার তরী আইটি একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে। প্রতিষ্ঠানের এক সমন্বয়ক বলেন, “এআই এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, বরং বর্তমানের অংশ। সাংবাদিকরা যদি এটি আয়ত্ত করতে পারেন, তাহলে সংবাদ পরিবেশনে আসবে বৈপ্লবিক পরিবর্তন।”

‎তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার আগামী দিনে সংবাদ জগতকে আরও গতিশীল করে তুলবে। নওগাঁর মতো জেলা শহরে এই উদ্যোগ ভবিষ্যতের সাংবাদিকতার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রশিক্ষণ শুধু সংবাদকর্মীদের পেশাগত দক্ষতাই বাড়াবে না, বরং ভুয়া তথ্য মোকাবিলা, ডেটা জার্নালিজম এবং অনলাইন সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *