সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বুধবার বিকাল ৪টা হতে সন্দ্বীপ থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অংশগ্রহণ করেন সন্দ্বীপ থানা পূজা উদযাপন কমিটি, পূজামণ্ডপসমূহের সভাপতি, সম্পাদকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় শারদীয় দুর্গোৎসবকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতি পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনা হয় নিরাপত্তা, বিদ্যুৎ, পানি, সাউন্ড সিস্টেম, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি সেবাদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: চন্দন মজুমদার, সভাপতি, পূজা উদযাপন পরিষদ,নিখিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক,লিমন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক, ডাঃ শিপন চন্দ্র দাস, অর্থ সম্পাদক
এছাড়াও বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালি হিন্দু সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসব যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
থানা প্রশাসনের পক্ষ থেকেও পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।