ভোরের দূত ডেস্ক: ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশকে একটি সুসংগঠিত রাজনৈতিক দর্শনের (বাংলাদেশী জাতীয়তাবাদ) ভিত্তিতে এগিয়ে নেয়ার প্রয়াস থেকেই এর যাত্রা শুরু। আজ সেই গৌরবময় দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ দিনটি শুধু একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী নয়, বরং গণতন্ত্র, জাতীয়তাবাদ, বহুদলীয় রাজনীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ জিয়া ছিলেন এক বলিষ্ঠ ব্যক্তিত্ব। তিনি বিশ্বাস করতেন— “বাংলাদেশের মালিক জনগণ”। সেই বিশ্বাস থেকেই তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন, বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেন। রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি অর্থনীতি ও কৃষি ক্ষেত্রে যুগান্তকারী সংস্কার করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠা মূলত ছিল একটি গণমানুষের আন্দোলনকে সুসংগঠিত করার প্রয়াস।
বেগম খালেদা জিয়ার নেতৃত্ব: শহীদ জিয়ার শাহাদাতের পর বিএনপিকে নতুন করে এগিয়ে নেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে বিএনপি বেশ কয়েকবার ক্ষমতায় এসে দেশের অবকাঠামো, শিক্ষা, বিদ্যুৎ, টেলিযোগাযোগসহ নানা খাতে যুগান্তকারী উন্নয়ন সাধন করে। গনতন্ত্রের জন্য সংগ্রামের কারনে তিনি ইতিমধ্যে “গনতন্ত্রের মা ” হিসেবে আখ্যা পেয়েছেন৷
তারেক রহমানের নেতৃত্ব ও ভবিষ্যতের স্বপ্ন: বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীকে নতুনভাবে সংগঠিত করছেন। তাঁর ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক দিক নির্দেশনা। পরিবর্তনের ডাক দিয়ে তিনি জাতীয়তাবাদী রাজনীতিকে আধুনিক ও তরুণ প্রজন্মের উপযোগী করে তুলছেন। বিএনপি আজ তার নেতৃত্বে একটি নতুন অভিযাত্রার পথে।
আন্দোলন, সংগ্রাম ও গৌরবের পথচলা: গত ৪৭ বছরে বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, আবার কখনো আন্দোলন করেছে— কিন্তু সবসময়ই ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। কারাগার, নির্যাতন, দমন-নিপীড়নের মধ্য দিয়েও বিএনপির নেতাকর্মীরা আজও গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে সোচ্চার।
দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও প্রত্যাশা: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, সালাম জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করি জননেতা তারেক রহমানের প্রতি। একইসাথে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এই দিনে আমাদের শপথ হোক— বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি ন্যায্য ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার সংগ্রামকে আরো জোরদার করা।
বাংলাদেশ জিন্দাবাদ; বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।
লেখক :
মো: মামুন রানা
সাবেক ছাত্রদল নেতা
অনলাইন একটিভিস্ট ও এডুকেশন কনসালট্যান্ট।