সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক শিশুহত্যার ঘটনা ঘটেছে। অইছার বাড়ির বাসিন্দা আবু তাহেরের শিশুপুত্রকে এক প্রতিবেশী নির্মমভাবে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে শিশুটি মৃত্যুবরণ করে।
এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীসহ পুরো সন্দ্বীপ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর জননেতা মুহাম্মদ আলা উদ্দিন সিকদার এবং সন্দ্বীপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এক যৌথ বিবৃতি প্রদান করেন।
যৌথ শোকবার্তায় তারা বলেন:
“আমরা এই মর্মান্তিক ঘটনার গভীর শোক প্রকাশ করছি। নিহত শিশুর শোকাহত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। একইসঙ্গে, এ বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”