তামান্না ইসলাম,ইডেন, ঢাকা: আজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ অডিটরিয়ামে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বর্তমান বিশ্বে নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি ক্রমশ বাড়ছে। নারীদের এ রোগ সম্পর্কে সচেতন করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করতেই এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ডা. সেহেরীন এফ সিদ্দিকা (অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গাইনী এন্ড অবস., আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল)। আরও উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ, অধ্যাপক ড. শামছুন্নার, উপাধ্যক্ষ খালিদা ইয়াসমিন। এছাড়া বিভিন্ন বিভাগীয় প্রধানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. সেহেরীন এফ সিদ্দিকা বলেন, “মেয়েরা যেন জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতন হয় এবং স্বল্প মূল্যে প্রয়োজনীয় টিকা পেতে পারে, সে লক্ষ্যেই আমরা বিভিন্ন ক্যাম্পাসে সেমিনারের আয়োজন করছি। ইডেন মহিলা কলেজ তার মধ্যে অন্যতম।”
তিনি আরও বলেন, “আমি ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তাই ইডেন ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারলে আমার নিজেরও ভালো লাগে। গত বছরও আমরা এখানে একই ধরনের সেমিনারের আয়োজন করেছিলাম।”
টিকা গ্রহণের ধাপ ও খরচ সম্পর্কে তথ্য উপস্থাপন করেন মো. নুরুন নবী (সিনিয়র এমপিও, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড)। তিনি জানান, “প্রথম টিকা দেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। বাইরের বাজারে প্রতিটি ডোজের খরচ ২,৫০০ টাকা হলেও আমরা শিক্ষার্থীদের জন্য প্রতিটি ডোজ মাত্র ২,০০০ টাকায় দিচ্ছি।”
এ ধরনের উদ্যোগ নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে বক্তারা মত প্রকাশ করেন।