জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল অনুষ্ঠিত

খেলাধুলা

ইয়াসিন আরাফাত, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, সভাপতি, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন ও সাবেক মেয়র, জামালপুর পৌরসভা
অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর ও আহ্বায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি
ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর ও সদস্য সচিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটি
এর আগে বিভাগীয় কমিশনার মহোদয় জামালপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জামালপুর জেলা পুলিশের চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
ফাইনাল খেলাকে ঘিরে স্টেডিয়ামে ছিল উপচে পড়া দর্শক সমাগম। ফুটবলপ্রেমী জনতা তাদের প্রিয় দলকে উজ্জীবিত করতে মাঠজুড়ে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ।
টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ক্রীড়ার মাধ্যমে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা এবং ক্রীড়াঙ্গনকে আরও উজ্জীবিত করা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *