সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপ চিফ অফ ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। আজ সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় মেজর জেনারেল ইব্রাহিম হিলমি দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের মান্যবর রাষ্ট্রদূত হি. ই. শিউনিন রশিদও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *