মোসা. তানজিলা: ডাকসু নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার পেছনে সাংবাদিক সমাজের ভূমিকা ছিল অনন্য- এমন মন্তব্য করেন ডাকসুর নব নির্বাচিত ভিপি সাদিক কায়েম।
তিনি ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক পেইজে ডাকসু নির্বাচন চলাকালে নিহত সাংবাদিক তরিকুল শিবলীর মেয়ে ও তার পরিবারের সাথে একটি ছবি শেয়ার করেন। সেখানে কমেন্টে সাংবাদিকদের নিয়ে একথা লিখেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য লিখেছেন, নির্বাচনের প্রতিটি মুহূর্তের খবর, স্বচ্ছতা ও সঠিক তথ্য পৌঁছে দিতে আপনারা নিরলস পরিশ্রম করেছেন। কার্জন হল থেকে টিএসসি, ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে আপনাদের ক্যামেরা, কলম আর কণ্ঠ আমাদের গণতান্ত্রিক চর্চাকে শক্ত ভিত্তি দিয়েছে।
কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের এই শ্রম, দায়বদ্ধতা ও পেশাদারিত্বকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছি এবং সকল সাংবাদিক ভাই-বোনদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে, তরিকুল শিবলীর পরিবারকে ২ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।