রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের এক গর্বিত মুখ এখন অর্ণব হাসান রতন। ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। রতনের এ অর্জন শুধুমাত্র তার পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্যই গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রতনের বাবা সুন্টু আলী একজন রিকশাচালক। প্রতিদিন ভোরে বেরিয়ে যে আয় করেন, তা দিয়েই চালাতে হয় সংসার, চালাতে হয় তিন ছেলের পড়াশোনার খরচ। কিন্তু সেই আয় দিয়ে সবার প্রয়োজন মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন অর্ণবের মেজো ভাই আশাদুল ইসলাম, যিনি পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরেন। তাদের মামাও সবসময় পাশে থেকে নানাভাবে সহযোগিতা করেছেন।
রতন ২০১৭ সালে কেশবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন এ+(প্লাস) এবং নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে ২০১৭-১৮ সেশনে এইচএসসি সম্পন্ন করেন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
রতন বলেন, আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবার ও আমার মামার। আমি চাই এই অর্জন দিয়ে দেশের মানুষের সেবা করতে।
রতনের বড় ভাই জিনারুল ইসলাম বলেন , রতন ছোটবেলা থেকেই মেধাবী, ভদ্র ও পরিশ্রমী। তার এ অর্জনে আমরা সকলে গর্বিত। তিনি প্রমাণ করেছেন গ্রাম, দারিদ্র্য বা সীমাবদ্ধতা কোনো বাধা নয়, যদি থেকে থাকে মেধা, সংকল্প ও অধ্যবসায়।
রতনের বড় ভাই জিনারুল ইসলাম বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আর এই পরিবারের ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন রতন।