নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানা যায়, হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর চেম্বার জজ আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রয়েছে। ফলে আপিল বিভাগের রায়ের ওপর নির্ভর করছে নির্বাচনের ভাগ্য।
এর আগে সোমবার দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। তবে আধা ঘণ্টার মধ্যেই আপিল বিভাগের চেম্বার জজ আদালত ওই আদেশ স্থগিত করে দেন।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। পাশাপাশি ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী লড়াইয়ে আছেন