নোয়াখালী সরকারি কলেজের সামনে ময়লার স্তূপে দুর্ভোগ, প্রশাসনের উদাসীনতা

সারাদেশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। কলেজ প্রশাসন বারবার লিখিত অভিযোগ জানালেও এবং স্থানীয় সাংবাদিকেরা সংবাদ প্রচার করলেও নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

কলেজের গেট সংলগ্ন পানির ট্যাংকির নিচে এই ময়লার স্তূপটি তৈরি হয়েছে, যার বিদঘুটে গন্ধ বাতাসের সাথে মিশে কলেজ মসজিদ ও ছাত্রাবাসের পরিবেশকে অস্বস্তিকর করে তুলেছে। এই পথে যাতায়াতকারী সকলকে নাকে রুমাল বা হাত চাপা দিয়ে চলতে হয়। ময়লার স্তূপ থেকে ছড়িয়ে পড়া ভাইরাস ও ব্যাকটেরিয়া শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। চর্মরোগ ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাবেরও আশঙ্কা করছেন স্থানীয়রা।

এর আগে, নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির সংবাদ প্রকাশের পর পৌরসভা ও জেলা প্রশাসন এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। তখন বলা হয়েছিল, সমাধানের আগ পর্যন্ত প্রতিদিন কলেজের সময় শুরু হওয়ার আগেই ময়লা পরিষ্কার করে নেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। কয়েক সপ্তাহ ধরে ময়লা আবর্জনা জমে থাকলেও পৌরসভার পক্ষ থেকে কোনো নজরদারি নেই।

এলাকার সচেতন মহল মনে করছে, শিক্ষার্থীরা যদি জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবেই এই সমস্যার সমাধান সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *