কিশোরগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে জরিমানা

জাতীয়

আনোয়ার হোসেন, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে দুইটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০টা থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পুটিমারী ও নিতাই ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

পুটিমারী দক্ষিণ ডাঙ্গাপাড়ায় কনের নাম ইসমোতারা (পিতা: রুহুল ইসলাম), বর মো. মোস্তাকিম (পিতা: রফিকুল ইসলাম)। এ সময় কনের স্থলে ভুয়া কনে সেজেছিলেন শামীমা আফরোজ (পিতা: আব্দুস সালাম, সাং: পানিয়াল পুকুর)। ঘটনাস্থলে মোবাইল কোর্ট ভুয়া কনেকে ৩ হাজার টাকা, কনের পিতাকে ৫ হাজার টাকা এবং বরকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়ায় কনের নাম মোছা. মোস্তাকিমা (পিতা: মোস্তফা), বর মমিনুর (পিতা: মোবারক, গ্রাম: নয়ানখাল ডাকঘরপাড়া)। এ ঘটনায় কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এখনও সচেতনতার অভাবে বাল্যবিবাহের প্রবণতা দেখা যাচ্ছে। উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব অভিযানের ফলে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং ধীরে ধীরে বাল্যবিবাহ কমে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, “আজ রাতের অভিযানে দুইটি ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ধরনের অভিযান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে চলবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *