সন্দ্বীপে ১০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপের শান্তির হাট বাজার এলাকায় বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯,৫০০ টাকাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মেহেদী হাসান (২৪), মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাহতাব পাটোয়ারীর বাড়ির মৃত শাই এমরান ও মৃত শেফালী বেগমের ছেলে। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারের নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সন্দ্বীপ থানা পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীর্ষ মাদক কারবারিদের গ্রেফতার হওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত। তাঁরা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *